মোঃ আব্দুল হান্নানঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত হয়েছে।
১২ ডিসেম্বর ২০২১রোজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগেএক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির সুচনা হয়। র্যালির শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলয়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদি হাসান খান শাওন,ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, অফিসার ইনচার্জ মোঃহাবিবুল্লাহ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো:সোহরাব মোল্লা।
তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ , শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ।