সিলেট জেলায় ৭০ শতাংশের বেশি সড়কের অবস্থা ‘ভালো’। এমন তথ্য ওঠে এসেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মহাসড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ (এইচডিএম) সার্কেলের জরিপে।
জানা গেছে, বিদ্যমান সড়কগুলো বাস্তব অবস্থা কেমন, তা যাচাইয়ের জন্য প্রতি বছরই জরিপ করে সওজের এইচডিএম সার্কেল। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বের করা হয় সড়কের ইন্টারন্যাশনাল রাফনেস ইনডেক্স (আইআরআই) ভ্যালু।
জরিপ করা সড়কগুলোর মান পরীক্ষা করে শূন্য থেকে ১২ পর্যন্ত নম্বর দেওয়া হয়। আইআরআই ভ্যালু অনুসারে, নম্বর যতো কম, সড়ক ততো ভালো।
সওজের মহাসড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ (এইচডিএম) সার্কেলের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, গুণগত মানের নির্মাণকাজ, নিয়মিত ও সঠিকভাবে সংস্কার-রক্ষণাবেক্ষণ ভালো মানের সড়কের দিক দিয়ে দেশে সবচেয়ে এগিয়ে পঞ্চগড় জেলা। এ জেলায় ৮৭ দশমিক শূন্য ২ শতাংশ সড়কই রয়েছে ভালো অবস্থায়। এছাড়া ফরিদপুরে ৮৪ দশমিক ৪৬ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৮০ দশমিক ১৩ শতাংশ, শেরপুরে ৭৯ দশমিক ৯১ শতাংশ এবং রাজশাহী জেলায় ৭৯ দশমিক ২ শতাংশ ভালো সড়ক রয়েছে।
জরিপের তথ্য বলছে, দেশে যেসব জেলায় সড়কের অবস্থা ভালো, সেগুলোর তালিকায় আছে সিলেট জেলাও। এ জেলায় ৭০ শতাংশের বেশি সড়ক ভালো অবস্থায় রয়েছে।
অন্যদিকে, খারাপ সড়কের তালিকায় আছে মৌলভীবাজার জেলা। এ জেলার ৩৪ দশমিক ১৭ শতাংশ সড়কই খারাপ।