সুনামগঞ্জের দিরাই উপজেলার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় ৩ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার (২০ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
বহিষ্কৃতরা হলেন- উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কাজী, জগদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিবলী আহমেদ বেগ ও তাড়ল ইউনিয়নে তিনবারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য আকিকুর রেজা।
এছাড়া রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীকে বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।