লিমন আহমদ প্রতিনিধি : মাহফিল বাস্তবায়নের সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল দুপুর ২টা হতে শুরু হবে আমাদের আকাঙ্ক্ষিত সেই সপ্নের বাস্তবায়ন। মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল চেষ্টাই আমারা করেছি। এখন শুধু কালকের মাহফিলে আপনাদের পদচারণা ও সরব উপস্থিতিই কাম্য। মাহফিলের সকল মেহমানগণকে যথাসময়ে উপস্থাপন করা হবে। সকলকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে মাহফিল সফল ও সার্থক করে তুলতে অনুরোধে করা হল।
বালুটিকর সমাজ কল্যাণ যুবসংঘের উদ্যোগে বালুটিকর জামে-মসজিদ”৬ষ্ঠ বার্ষিক ওয়াজ
