সিলেট নগরের টুকেরবাজার এলাকার সাবেরগাওয়ে তিন গ্রামের মুরব্বীদের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদ প্রত্যাশী এটিএমএ হাসান জেবুল।
বুধবার রাত নয়টায় সিসিকের বর্ধিত এলাকা ৩৮ ওয়ার্ডের শেখপাড়া, চরুগাও ও সাবেরগাও গ্রামের মুরব্বীদের নিয়ে এ সভা করেন তিনি।
মতবিনিময় সভায় আগামীর সিটি কর্পোরেশন নির্বাচনে সকলের সহযোগিতা চান আওয়ামী লীগ নেতা হাসান জেবুল। এসময় তিনগ্রামের বিশিষ্ট মুরব্বীরা তাকে সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আমিন ফকির, আফসা মিয়া, ইউপি সদস্য গিয়াস মিয়া, সিরাজুল ইসলাম, ফারুক মিয়া, কয়ছর মিয়া, লোকমান মিয়া, আব্দুস সাত্তার, আব্দুল কাইয়ুম, সিরাজুল হক, আল আমিন প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি একটি অনুষ্ঠানে আগামীর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এটিএমএ হাসান জেবুল। তারই অংশ হিসেবে সিসিকের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের নিয়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের এ নেতা।