বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে তিনি প্রস্তুত। তিনি সব ফরম্যাটে খেলার জন্য এভিলেবল।
শনিবার (১২ মার্চ) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব।
পরে বিসিবি সভাপতি পাপনও নিশ্চিত করেছেন, দক্ষিণ আফ্রিকা যাবেন সাকিব। আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দেশ ছাড়বেন তিনি।
সাকিব বলেন, ‘আমাকে কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটে রাখা হয়েছে। আমি তিন ফরম্যাটেই খেলব। বিসিবি এখন থেকে আমার কখন ছুটি লাগবে, কখন ছুটি দেবে, কখন খেলাব এই বিষয়গুলোর সিদ্ধান্ত নেবো। এগুলো এখন থেকেই কার্যকর হবে। আমি দক্ষিণ আফ্রিকা সফর থেকেই এভিলেবল।’
বিসিবি সভাপতি পাপন বলেন, ‘সাকিবের কথা শুনে মনে হয়েছে, ও (সাকিব) মানসিকভাবে ডিস্টার্ব। একবার বলছে মানসিকভাবে ডিস্টার্ব। পরে বলছে শারীরিকভাবে ফিট না। আবার বলছে খেলতে চায়। এগুলো শুনে মনে হয়েছে আসলেই সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না।’
বোর্ড কর্তা বলেন, ‘সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সেখানে গিয়ে দু’দিন বিশ্রাম নেবে। এরপর যদি মনে করে, ওয়ানডে খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে ফিট তাহলে ম্যাচ খেলবে।’