সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছিলো একদল ছিনতাইকারী। তবে তাদের অপচেষ্টা সফল হয়নি। তাছাড়া এদের মধ্য থেকে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে জিন্দাবাজারস্থ জিন্দাপীরের মাজার সংলগ্ন কেএফসি রেস্টুরেন্টের সামনে ছিনতাইকালে জনতার সহায়তায় পুলিশ এ দুজনকে আটক করে
আটককৃতরা হলো- সিলেটের এয়ারপোর্ট থানাধীন আকলকুয়া এলাকার ইউনুস মিয়ার ছেলে রাকিব হাসান (১৯) ও জালালাবাদ থানাধীন টুকেরবাজার বলাউড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মো. মারুফ আহমদ (১৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান- রোববার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র হাবিবুর রহমান (২৪) এর গতিরোধ করে তাদের হাতে থাকা ধারালো ছুরি গলায় ধরে প্রাণনাশের হুমকি দিয়ে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আটক দুই ছিনতাইকারীসহ আরও ২/৩ জন।
এসময় হাবিবের চিৎকারে ঘটনাস্থলের অদূরে থাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল হোসেনের নেতৃত্বে এসআই (নি.) মো. আরিফুর রহমানসহ ডিবির একটি দল তাৎক্ষণিক উপস্থিত হয়ে জনতার সহায়তায় দু’জকে আটক করে।
এ ঘটনায় শাবিপ্রবি ছাত্র হাবিবুর রহমান বাদি হয়ে ছিনতাইকারী দুজনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। ছিনতাইকারীদের আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হবে।