দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিববর্ষের ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে ২০ মার্চ রবিবার দুপুরে সুবিধাভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে এ চাবী তুলে দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে কোন গৃহহীন থাকবে না। পর্যাক্রমে সকল গৃহহীনদের মধ্যে ঘরের চাবী তুলে দেয়া হবে। বর্তমান সরকারের এ উদ্যোগের ফলে দেশের অসহায় মানুষ মাথা গোজার ঠাঁই পেয়েছে। উন্নয়নমূখী সরকারের সফল বাস্তবায়নে সকলকে সহযোগিতা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, মোগলাবাজার থানার ওসি শামছোদ্দাহা পিপিএম, ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, ইউপি সদস্য সাদিক মিয়া, আওয়ামী লীগ নেতা খলিল রাজা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলী, ইকবাল হোসাইন, ওমর ফারুক ফরহাদ, আব্দুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।