হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ বাগানের চা শ্রমিক আশীষ বাউড়ি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন নিহতের আপন ভাই। শনিবার দিবাগত রাতে পুলিশের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, নিহত চা শ্রমিকের ভাই নানকা বাউড়ি (৫০), তার স্ত্রী সবিতা বাউড়ি (৪৫), ছেলে রামকৃষ্ণ বাউড়ি (২৩) ও মেয়ে কৃষ্ণা বাউড়ি (২৬)। শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামী নানকা বাউড়ি। এর আগে গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে
চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ জানান, আসামি নানকা বাউড়ি নিহত আশীষ বাউড়ির আপন ভাই। নানকা বাউড়ির জবানবন্দি রেকর্ডের পর চারজনকেই কারাগারে পাঠিয়েছেন আদালত।
ওসি জানান, গত বছরের ৬ অক্টোবর নানকার মেয়েকে অর্থাৎ আশীষ তার আপন ভাতিজিকে তাদের ঘরে এসে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ক্ষিপ্ত হয়ে নানকা তার ভাইকে কুপিয়ে হত্যা করে।
সেদিন বিকেলে তাদের আরেক ভাই শিবু বাউড়ি নানকা বাউড়ির ঘয়ে গিয়ে আশীষের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশের তদন্তে মূল কাহীনি রেরিয়ে আসে।