আইপিএলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি এই পেসারকে কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লখনউ সুপার জয়ান্ট। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা থাকায় তাকে ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২১ মার্চ) মিরপুরে বিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ক্রিকেট অপরাশেন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।