সিলেট:: সিলেট সদর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে শাহপরাণ এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ৩নং যুগ্ম আহবায়ক ছালেক আহমদ খালেদের সভাপতিত্বে ও সদস্য আতাউর রহমান রফিকের পরিচালনা এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম সাইফুল ও আব্দুল মালেক।
এছাড়া মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আহবায়ক কমিটির সদস্য মো. দেওয়ান, আতাউর রহমান রফিক, মো. জাকারিয়া, মুকির রহমান মুকিত, তানজিন আহমেদ, ইমরান আহমেদ, শেখ সালাম, শাহ্ পরান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদল নেতা মো. মাসুদ আলী মাছুম, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল হান্নান পান্না, নুর ইসলাম, মুক্তার আলী শুভ, সামসুল ইসলাম পারভেজ, সেবুল আহমেদ, আবিদুর রহমান আব্দুল, নজরুল ইসলাম নজির, মীর সুজন, রাসেল আহমদ, লিটন আহমদ, ফয়জুর রহমান, আব্দুল কাইয়ুম, আমিন বিল্লাল আহমদ প্রমুখ।