নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার ঝৈনকারকান্দি মৌজার চেঙ্গেরখাল দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় একটি চক্র। ক্ষমতার প্রভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে কৃষিজমিসহ বাড়িঘর। প্রশাসনের নাম ভাঙিয়ে স্থানীয় নাসিম ও নাঈম নামের দুজন ব্যক্তি চেঙ্গেরখাল নদীর দুটি পার থেকে বালু উত্তোলন করে আসছে।
গত ২৮ মার্চ মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিজমিসহ বসতঘর রক্ষা করার জন্য এলাকাবাসির পক্ষে আপ্তাব আলী নামের এক ব্যক্তি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও একই ব্যক্তিদের বিরুদ্ধে ২৮ মার্চ কামাল হোসেন নামের স্থানীয় আরেক বাসিন্দা সিলেট সদর সহকারী ভূমি কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন।