নগরকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) বিকেলে সিসিকের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা পাঁচ বারেরমতো সিলেটে ভূকম্পন অনুভূত হয়। আর দফায় দফায় এমন মৃদু কম্পন থেকে বিশেষজ্ঞরা ধারণা করছেন বড় কোনো বিপর্যয়ের। তাই ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতেই এই সভা ডাকা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো),ফায়ার সার্ভিস & সিভিল ডিফেন্স স্টেশন, সিলেট মহানগর পুলিশ, জালালাবাদ গ্যাসের প্রতিনিধিসহ সিলেট সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীতে আজ অন্তত ৪ থেকে ৫ বার ভূমিকম্প হয়েছে। মানুষকে আতঙ্কিত না হয়ে কীভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় করা যায় সেটি নিয়ে ভাবতে হবে। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেটি নিয়ে আমরা ভাবছি। এ
সময় মেয়র নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।