ডেস্ক রিপোর্ট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সেক্রেটারী মোহাম্মদ কামরুজ্জামান ফরহাদকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে তার আত্মীয়ের বাসা নগরীর চারাদিঘীর পাড়স্থ আল-আমীন ১৬নং বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী মডেল থানায় হস্থান্তর করে র্যাব। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ। আজ বুধবার আদালতের মাধ্যমে তার রিমান্ড আবেদন করা হবে এবং কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি। সিলেট জেলা-মহানগর বিএনপি ও ছাত্রদলের নিন্দা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ফরহাদকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ ও সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করে বিরোধী মত দমনে ব্যস্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা কামরুজ্জামান ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার সন্ধান দিতে অস্বীকৃতি জানায় পুলিশ। দীর্ঘ সময় পর র্যাব তাকে পুলিশের কাছে হস্থান্তর করে। যা মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন। অবিলম্বে কামরুজ্জামান ফরহাদ সহ ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
ছাত্রদল নেতা কামরুজ্জামান ফরহাদ গ্রেফতার : বিএনপি ও ছাত্রদলের নিন্দা
