সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, সরকারের সদিচ্ছার কারণে করোনা মহামারিতে টিকাদান কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌঁছেছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। তবে সকল মানুষের জন্য টিকা নিশ্চিত করতে পারলে এ উদ্যোগ সফলতার মুখ দেখবে। এ জন্য সরকারের উচিত হবে সকল মানুষকে টিকার আওতায় দ্রুত নিয়ে আসা।
শনিবার (৭ আগস্ট) দিনভর দক্ষিণ সুরমার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন।
আতিক আরও বলেন, সমগ্র বিশ্ব আজ বিপদগ্রস্ত। করোনার ভয়াল থাবায় আমাদের প্রিয় জন্মভূমিও আজ কঠিন সময় পার করছে। এ জন্য মহান আল্লাহর নিকট বেশি করে সাহায্য চাইতে হবে। যাতে আমরা মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পাই।