অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষে সিরিজে পারিবারিক কারণ ও সুরক্ষা বলয়ের জটিলতায় খেলা হয়নি মুশফিকুর রহিম ও লিটন দাসের। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অনুমিতভাবেই দলে ফিরেছেন তারা। বাবার মৃত্যুর শোক সামলে ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
হস্পতিবার, নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৯ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাতে নেই বড় কোন চমক। মুশফিক-লিটন ফেরায় বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে অবশ্য শুরুতে দলে ছিলেন না তিনি। দলে ছিলেন না জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। কিন্তু সুরক্ষা বলয়ের কড়াকড়ি নিয়মের কারণে তাকে স্কোয়াডের সঙ্গে রেখে দেওয়া হয়েছিল। মুশফিক-লিটন ফেরায় তার বাদ পড়া অনুমিতই ছিল।
স্কোয়াডে আছেন পাঁচ বিশেষজ্ঞ পেসার। সাকিব আল হাসান, নাসুম আহমেদের পাশাপাশি বাঁহাতি স্পিনে তাইজুল ইসলামকেও ধরে রাখা হয়েছে।
লিটন ফেরায় বাংলাদেশের ওপেনিংয়ে শক্তি বেড়েছে। অস্ট্রেলিয়া সিরিজে রান না পেলেও জিম্বাবুয়ে সিরিজে সেরা হওয়ায় দলে আছেন সৌম্য সরকার, জায়গা ধরে রেখেছেন নাঈম শেখও। মুশফিক ফেরায় মিডল অর্ডারেও বড় চিন্তা দূর হল মাহমুদউল্লাহর দলের।