করোনা মহামারী পরিস্থিতিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামে প্রায় ৬২টি গরীব, অসহায়, দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় গরীব এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে.’র পক্ষ থেকে এবং ডনর মোহাম্মদ রফিক এর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফ্যামিলি ফুড প্যাকে পাঁচটি আইটেম (চাল, ডাল, তেল, লবণ, আলু, পিয়াঁজ) সর্বমোট ১৫ কেজি করে প্রতিটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গরীব ও এতিম ট্রাস্ট ফান্ডের ফ্যামিলি ফুড প্যাক বিতরণে ট্রাস্টের পক্ষে সার্বিক তত্বাবধান করেন এড. শাহ মো ফয়সাল আহমেদ এবং খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন আজমপুর গ্রামের আব্দুল আলী, আব্দুল জব্বার, ফরহাদ আলম, মো: সিরাজ মিয়া, আলী রাজ প্রমুখ।
গরীব এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে. এর ফ্যামিলি ফুড প্যাকে বিতরণের পূর্বে আজমপুর গ্রামের পক্ষ থেকে ট্রাস্টের চেয়ারম্যান, ডনর ও তাদের পরিবারের সকল সদস্যের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
গরীব এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে. এর রমাদান ফ্যামিলি ফুড প্যাক পেয়ে গ্রামের গরীব, অসহায়, দরিদ্র ও অসচ্ছল পরিবার অত্যন্ত খুশী ও সন্তুষ্ট।